ডাউনলোড শেষ হলেই বন্ধ হবে কম্পিউটার

রাতে ইন্টারনেটের গতি বেশি থাকায় অনেকই রাতে কম্পিউটারে কোন কিছু ডাউনলোড দিয়ে ঘুমিয়ে পড়ে। ডাউনলোড শেষ হলে তাকে আবার ঘুম থেকে ওঠে কম্পিউটার বন্ধ করতে হয়। নয়তো সারারাত কম্পিউটার চালু থাকে এবং এতে অনেক বিদ্যুৎ অপচয় হয়। অথচ আপনি এই কাজটি খুব সহজেই করতে পারেন Free Download Manager সফ্‌টওয়্যার দিয়ে। এই সফ্‌টওয়্যারটি দিয়ে খুব দ্রুত ডাউনলোড করা যায় এবং এটি Resume সমর্থন করে। ৬ মেগাবাইটের এই সফ্‌টওয়্যারটি বিনামূল্যে নামিয়ে(Download) আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন। এখন সফ্‌টওয়্যারটি ওপেন করে উপরে Tools থেকে Shutdown computer when done এ ক্লিক করুন। এখন থেকে এই সফ্‌টওয়্যারটি দিয়ে কোন কিছু ডাউনলোড করলে ডাউনলোড শেষ হলে নিজে থেকেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এই অপশনটি বাদ দিতে চাইলে একই ভাবে আবার Tools থেকে Shutdown computer when done এ ক্লিক করুন।